সর্বশেষ :

মুক্তির অপেক্ষায় মান্নার শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’, বিলম্বের কারণ জানালেন নির্মাতা


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৪ । ৭:৫৯ অপরাহ্ণ
মুক্তির অপেক্ষায় মান্নার শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’, বিলম্বের কারণ জানালেন নির্মাতা
ফাইল ছবি

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মান্না ২০০৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার অভিনীত শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’, যা মুক্তিযুদ্ধভিত্তিক একটি সিনেমা, এখনও মুক্তি পায়নি। জাহিদ হোসেন পরিচালিত এই সিনেমাটি দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে। কয়েকবার মুক্তির পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়।

সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু জানান, ‘জীবন যন্ত্রণা’ মুক্তিযুদ্ধের সিনেমা হওয়ায় বিশেষ দিন সামনে রেখে এটি মুক্তি দিতে চান। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি এটি মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে। তবে সিনেমার কিছু কাজ এখনও বাকি আছে, যা দেশের বাইরে সম্পন্ন করতে হবে।

পরিচালক জাহিদ হোসেন জানান, সিনেমার শুরুতে এর নাম ছিল ‘লীলামন্থন’। ২০১১ সালে সেন্সর বোর্ডে জমা দেওয়া হলেও নাম নিয়ে আপত্তি তোলায় সেন্সর পেতে দেরি হয়। পরে নাম পরিবর্তন করে ‘জীবন যন্ত্রণা’ রাখা হয় এবং ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়া যায়।

‘জীবন যন্ত্রণা’ থার্টি ফাইভ ফরম্যাটে শুট করা হয়। থার্টি ফাইভ থেকে টেলিফিল্মে রূপান্তরের জন্য সিনেমার নেগেটিভ বোম্বেতে পাঠাতে হবে, সাথে নতুন করে কালার গ্রেডিংও করতে হবে, যা কিছুটা সময়সাপেক্ষ। এর আগে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও প্রযোজকের ভারতে না যাওয়ায় তা সম্ভব হয়নি। তবে নির্মাতা আশা করছেন, আগামী বছরের শুরুর দিকেই মুক্তির পরিকল্পনা করা যাবে।

১৬ বছর আগের সিনেমা মুক্তি পাওয়া নিয়ে ঝুঁকি থাকতে পারে কি না—এই প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, “সিনেমাটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এবং তারকাবহুল হওয়ায় এখনো দর্শকদের আকর্ষণ করবে বলে আমি বিশ্বাস করি।”

মান্না এই সিনেমার অন্তঃপ্রাণ ছিলেন এবং তার শিডিউল ছিল মাত্র ১০ দিনের। কিন্তু শেষ দৃশ্য শুট করার আগেই তিনি পৃথিবী থেকে বিদায় নেন। পরে ডামি ব্যবহার করে তার গ্রেনেড হামলায় শহীদ হওয়ার দৃশ্যটি ধারণ করা হয়।

এই সিনেমায় একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যৌনপল্লীর পরিস্থিতি এবং সেই সময়ের বিভিন্ন দ্বন্দ্ব ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটিতে মান্নার পাশাপাশি অভিনয় করেছেন মৌসুমী, পপি, মিশা সওদাগর, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০