সর্বশেষ :

গুগল অ্যাকাউন্ট রক্ষায় সতর্কতা: নতুন ম্যালওয়ার থেকে বাঁচার উপায়


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৪ । ৮:০৫ অপরাহ্ণ
গুগল অ্যাকাউন্ট রক্ষায় সতর্কতা: নতুন ম্যালওয়ার থেকে বাঁচার উপায়

সাইবার নিরাপত্তা গবেষকরা গুগল ক্রোমে এক নতুন ধরনের ম্যালওয়ারের সন্ধান পেয়েছেন, যা আপনার গুগল অ্যাকাউন্ট চুরি করতে পারে। এই ম্যালওয়ারটি যন্ত্রের পুরো সিস্টেমকে লক করে ফেলে এবং ব্যবহারকারীকে অন্য কোনো অ্যাপ চালাতে বাধা দেয়। হ্যাকাররা গুগল অ্যাকাউন্টের তথ্য চুরি করার জন্য ব্যবহারকারীকে বাধ্য করেন গুগল পাসওয়ার্ড দিয়ে একটি পেজে লগইন করতে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, ‘ওএ ল্যাবস’ নামে সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠানটি নতুন এই ম্যালওয়ারের সন্ধান পেয়েছে, যা “স্টিলসি” নামে পরিচিত। হ্যাকাররা “অটোআইটি ক্রেডেনশিয়াল ফ্লাশার” নামের কৌশল ব্যবহার করে গুগল অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিচ্ছেন। এই আক্রমণটি প্রথমবারের মতো ২২ আগস্ট থেকে শুরু হয়।

গবেষণায় দেখা গেছে, এই ম্যালওয়ারটি ক্রোম ব্রাউজারের “কিয়স্ক মোড” ব্যবহার করে যন্ত্রের পুরো স্ক্রিনকে লক করে ফেলে। এতে ব্যবহারকারীর কি-বোর্ডের গুরুত্বপূর্ণ শর্টকাট বাটনগুলোও কাজ করে না, ফলে পূর্ববর্তী পেজে ফিরে আসা সম্ভব হয় না। এমনকি টুলবার, নেভিগেশন বাটন ও অ্যাড্রেসবারও অদৃশ্য হয়ে যায়। এতে ব্যবহারকারীকে বাধ্য করা হয় একটি পেজে গুগল অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে, যা ম্যালওয়ারের মাধ্যমে হ্যাকারদের হাতে চলে যায়।

তবে এই সংকট থেকে বের হওয়ার কিছু উপায়ও রয়েছে। যদি কিয়স্ক মোডের কারণে কি-বোর্ড শর্টকাট কাজ না করে, তাহলে ‘ঊংপ’ ও ‘ঋ১১’ বাটনের পরিবর্তে ‘অষঃ+ঋ৪’, ‘ঈঃৎষ+ঝযরভঃ+ঊংপ’, ‘ঈঃৎষ+অষঃ+উবষবঃব’, এবং ‘অষঃ+ঞধন’ শর্টকাট ব্যবহার করে চেষ্টা করতে হবে। এরপরও সমস্যা থেকে মুক্তি না পাওয়া গেলে, ‘ঈঃৎষ+অষঃ+উবষ’ চেপে উইন্ডোজ টাস্ক ম্যানেজার চালু করে গুগল ক্রোম ব্রাউজারের “অ্যান্ড টাস্ক” অপশনটি নির্বাচন করতে হবে।

এই ম্যালওয়ার থেকে রক্ষা পেতে সর্বদা সতর্ক থাকা জরুরি এবং অপ্রত্যাশিত পেজে গুগল অ্যাকাউন্টের তথ্য প্রদান থেকে বিরত থাকতে হবে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০