সর্বশেষ :

হাসানের ঘূর্ণিতে বিপর্যস্ত ভারত, চতুর্থ শিকার পান্থ


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২৪ । ১:৪৯ অপরাহ্ণ
হাসানের ঘূর্ণিতে বিপর্যস্ত ভারত, চতুর্থ শিকার পান্থ
সংগৃহীত ছবি

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের শুরুতেই দুর্দান্ত বোলিং প্রদর্শন করছেন পেসার হাসান মাহমুদ। প্রথমে রোহিত শর্মা, এরপর শুভমান গিল ও বিরাট কোহলিকে সাজঘরে পাঠিয়ে উড়ন্ত সূচনা এনে দেন তিনি।

ভারতের ইনিংসে কিছুটা স্থিতি আনার চেষ্টা করছিলেন ঋষভ পান্থ ও যশস্বী জয়সাওয়াল, কিন্তু মধ্যাহ্নভোজের পর ফিরে পান্থকেও আউট করেন হাসান। এতে ৯৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভারে ভারতের সংগ্রহ ৯৬ রান। যশস্বী জয়সাওয়াল ৩৭ রান নিয়ে ক্রিজে আছেন, লোকেশ রাহুল ব্যাট করছেন শূন্য রানে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতীয় ওপেনাররা বাংলাদেশি পেসারদের সামলে ধীরগতিতে খেলছিলেন। তবে চতুর্থ ওভারে রোহিত শর্মাকে এলবিডব্লিউ ফাঁদে ফেলেন হাসান, যদিও রিভিউতে বেঁচে যান রোহিত। তবে পরের ওভারেই দ্বিতীয় স্লিপে ধরা পড়েন তিনি।

এরপর শুভমান গিলকে আউট করে দ্বিতীয় উইকেট তুলে নেন হাসান। বিরাট কোহলির সঙ্গে জয়সাওয়াল প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দশম ওভারের দ্বিতীয় বলে কোহলিও হাসানের শিকার হন। মধ্যাহ্নভোজের বিরতির পর পান্থকেও আউট করে ভারতের চতুর্থ উইকেট তুলে নেন হাসান মাহমুদ।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০