সর্বশেষ :

সৎ মাকে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় মূলহোতাসহ তিনজন গ্রেপ্তার


আফছার, চট্টগ্রাম
সেপ্টেম্বর ১৯, ২০২৪ । ৬:০৫ অপরাহ্ণ
সৎ মাকে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় মূলহোতাসহ তিনজন গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিং থানায় সৎ মাকে ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফির মামলায় মূল অভিযুক্ত আবছার উল্লাহ ফারুকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে নগরীর মতিয়ারপুল কাটা বটগাছ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-৭ এর পক্ষ থেকে আজ (১৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন – মৃত আমিন উল্লাহর ছেলে আবছার উল্লাহ ফারুক (৩২), তার স্ত্রী হাসিনা আক্তার (২৮) এবং মো. মুছা প্রকাশ বালু (৩২)।

ভুক্তভোগী ভিকটিম (৩৭), যিনি মূল অভিযুক্তের সৎ মা, একটি পারিবারিক বিরোধের জেরে দীর্ঘদিন ধরেই সৎ ছেলের নির্যাতনের শিকার হচ্ছিলেন। তার স্বামীর মৃত্যুর পর আবছার উল্লাহ ফারুকের সঙ্গে জমি নিয়ে বিরোধের কারণে তিনি প্রায়ই হেনস্তা এবং সামাজিকভাবে অপদস্থ হন। গত ৬ সেপ্টেম্বর ভিকটিম তার স্বামীর পুরনো বাড়িতে গিয়ে পানির লাইন মেরামতের কাজে গেলে সেখানে তার ওপর শারীরিক আক্রমণ করা হয়।

অভিযোগ অনুযায়ী, আবছার উল্লাহ ফারুকের স্ত্রী ভিকটিমকে টেনে নিয়ে ঘরের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ফারুক ধর্ষণের চেষ্টা করে। এসময় ফারুকের স্ত্রী ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করে। ভিকটিম সেখান থেকে পালিয়ে এসে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ অভিযান চালিয়ে আসামিদের আটক করে। তাদের ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০