নাটোরের সিংড়ায় তৃণমূল পর্যায়ে বিএনপি সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী একটি জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চলনবিল অধ্যুষিত বিয়াশ উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা আয়োজিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডাহিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সিংড়া উপজেলার সদস্য সচিব দাউদার মাহমুদ।
বক্তব্যকালে দাউদার মাহমুদ বলেন, “দলের দুঃসময়ে যারা নির্ভীকভাবে বিএনপির পাশে ছিল, তারাই দলের প্রকৃত শুভাকাঙ্ক্ষী।”
তিনি তৃণমূল পর্যায়ে বিএনপি সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খান, যুগ্ম-আহ্বায়ক বোরহান, এবং পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হক।
এছাড়াও, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :