দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, তার স্বামী শামীম তালুকদার এবং মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। দুদকের সহকারী প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদের আবেদনে উল্লেখ করা হয়, জান্নাত আরা হেনরী এবং তার পরিবারের সদস্যরা অবৈধ সম্পদসহ দেশত্যাগ করতে পারেন এমন আশঙ্কার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়।
একইদিনে এনবিআরের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :