সর্বশেষ :

সাংবাদিকদের নিয়ে অফিস আদেশ সংশোধন করল নির্বাচন কমিশন


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২৪ । ৭:৩৮ অপরাহ্ণ
সাংবাদিকদের নিয়ে অফিস আদেশ সংশোধন করল নির্বাচন কমিশন
সংগৃহীত ছবি

নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রবেশ ও অবস্থান নিয়ে আপত্তিকর অফিস আদেশ সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বের আদেশে সার্বিক নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের বিকেল ৫টার পরে ভবনে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল, যা নিয়ে সমালোচনা উঠলে ইসি সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

তিনি বলেন, “পূর্বের অফিস আদেশটি সংশোধন করা হয়েছে। সচিব স্যার জানিয়েছেন, সাংবাদিকদের কাজের কোনো বাধা থাকবে না, আপনারা আগের মতোই কাজ চালিয়ে যেতে পারবেন।”

এর আগে সকালে ইসি এক অফিস আদেশে নির্বাচন ভবনে বিভিন্ন প্রকল্প ও কর্মকর্তাদের ছাড়া বিকেল ৫টার পরে অতিথি এবং সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে। সাংবাদিকদের জন্য কেবল মিডিয়া সেন্টার খোলা রাখার কথা বলা হয়।

এই সিদ্ধান্ত গণমাধ্যমে প্রকাশিত হলে সাংবাদিকরা আপত্তি জানায়। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি আকরামুল হক সায়েম ইসি সচিব শফিউল আজিমের কাছে বিষয়টি তুলে ধরেন। পরে বিকেলে ইসি সংশোধিত আদেশ জারি করে সাংবাদিকদের প্রবেশে আর কোনো বাধা না রাখার কথা জানায়।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০