সর্বশেষ :

রাজশাহীতে ট্রাফিক ম্যানেজমেন্ট পুলিশ সুপার মোর্শেদ আলমের বিদায় সংবর্ধনা


আলতাফ হোসেন, রাজশাহী ব্যুরো চীফ
সেপ্টেম্বর ১৯, ২০২৪ । ৬:২৪ অপরাহ্ণ
রাজশাহীতে ট্রাফিক ম্যানেজমেন্ট পুলিশ সুপার মোর্শেদ আলমের বিদায় সংবর্ধনা

রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের “পদ্মা” সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ট্রাফিক ম্যানেজমেন্টের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বদলির কারণে তাকে বিদায় জানাতে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান। তিনি বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে ডিআইজি মো. আলমগীর রহমান দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং রাজশাহীর পুলিশ কর্মকর্তাদের আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নতিতে দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাজশাহীর পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিআইজি ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক কাজ করবে রাজশাহী জেলা পুলিশ। তিনি বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমের ভবিষ্যৎ সফলতা ও মঙ্গল কামনা করেন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০