সর্বশেষ :

ভালুকা দলিল লেখক সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন


আজহারুল, ময়মনসিংহ
সেপ্টেম্বর ১৯, ২০২৪ । ৭:১৬ অপরাহ্ণ
ভালুকা দলিল লেখক সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় দলিল লেখক সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

গত বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে সমিতির কার্যালয়ে প্রায় সকল দলিল লেখকের উপস্থিতিতে প্রস্তাব সমর্থনের মাধ্যমে মোঃ মোকছেদুল আলম রাব্বানীকে সভাপতি, মোঃ আমির হোসেনকে সাধারণ সম্পাদক এবং মোঃ নাজমুল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন মোঃ ছাইফুল ইসলাম খান, আব্দুল মোতালেব ঢালী, মোঃ ছফির উদ্দিন সরকার এবং মোঃ আব্দুল হাই সরকার।

জানা যায়, গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সমিতির পূর্ববর্তী কমিটির নেতারা পালিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে ৭ আগস্ট, মোঃ আইয়ুব আলী সরকারের সভাপতিত্বে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এই জরুরি সাধারণ সভায় ২০৪ জন সদস্যের মধ্যে ১৭১ জন সদস্য কণ্ঠভোটের মাধ্যমে নতুন কমিটির পক্ষে প্রস্তাব সমর্থন করেন। নবগঠিত কমিটির সভাপতি মোকছেদুল আলম রাব্বানী জানান, শীঘ্রই নতুন কমিটিতে আরও সদস্য অন্তর্ভুক্ত করা হবে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০