বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনাকর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার পূনঃবিচার, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও কারাবন্দী জোয়ানদের মুক্তির দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তার স্বজনেরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এসময় চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্য ছাড়াও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, চাকুরীচ্যুত দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম, আমিরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যরা বলেন, মিথ্যা সাক্ষী না দেওয়ায় নিরপরাধ ১৮ হাজার ৫২০ জন বিডিআর (বিজিবি) সদস্য চাকরিচ্যুত হয়েছেন। তাদের চাকরিতে পুনর্বহাল ও প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়াসহ বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনাকর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার পূনঃ বিচারের দাবি জানান।
এ ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানান। বাংলাদেশ রাইফেলস (সীমান্তরক্ষী বাহিনী) একটি ঐতিহ্যবাহী নাম, যার ইতিহাস ২০০ বছরের।
সেই ইতিহাস-ঐতিহ্য নষ্ট করে এখন নাম দেওয়া হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাকরিতে পুনর্বহালের সঙ্গে বাহিনীটিকে আগের নামে (বিডিআর) ফিরিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনুসের কাছে আবেদন জানান চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যরা।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :