আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কা সফরে গিয়ে দারুণ সফলতা অর্জন করেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা। সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাজিত করেছে টাইগ্রেসরা।
যদিও কাগজে-কলমে এটি ছিল ‘এ’ দলের সিরিজ, তবে বাংলাদেশ জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই ছিলেন এই সফরে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, জাহানারা আলম এবং শামীমা সুলতানার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল গঠন করা হয়। এর ফলে ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে জয় পাওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও তারা দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ ৫০ বল বাকি থাকতেই ৮ উইকেটের সহজ জয় তুলে নেয়।
বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়া খান ৩টি উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। মারুফা ও ফাহিমা দুটি করে উইকেট শিকার করেন। ব্যাটিংয়ে ৩৩ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন ওপেনার দিলারা, আর নিগার সুলতানা ২৫ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :