ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ন্যায়বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, “গতকাল (১৮ সেপ্টেম্বর) রাতে ফজলুল হক মুসলিম হলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য প্রশাসন দুঃখিত ও শোকাহত। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে পদক্ষেপ নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুততম সময়ে প্রতিবেদন প্রদান করবে। এছাড়া, সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় একজন যুবক ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাকে মোবাইল চুরির সন্দেহে ছাত্ররা আটক করে প্রথমে মারধর করে, পরে বুঝতে পেরে যে তিনি মানসিক রোগী, তাকে খাবার খাওয়ানো হয়। কিন্তু পুনরায় মারধরের ফলে যুবকটি গুরুতর আহত হয়ে অচেতন হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :