সিরাজগঞ্জের এনায়েতপুরে সরকার পতন আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে যৌথ বাহিনীর উদ্যোগে টানা দুই দিন পুকুর সেচের পর অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি চায়নিজ রাইফেল এবং একটি শটগান রয়েছে।
এছাড়াও উদ্ধার করা হয়েছে একটি গ্যাস শেল, একটি ওয়ারলেস এবং শটগানের দুই রাউন্ড গুলি। ধারণা করা হচ্ছে, লুটের পর অস্ত্রগুলো পুকুরে ফেলে দেওয়া হয়েছিল।
সিরাজগঞ্জে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত লে. কর্নেল নাহিদ-আল-আমীন জানান, যৌথ বাহিনী এনায়েতপুর থানার পাশে থাকা পুকুর সেচে এই অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে।
এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, এখন পর্যন্ত সাতটি অস্ত্র উদ্ধার করা হয়েছে, তবে এখনও ৯টি অস্ত্র এবং ৯১১ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ লুটের তালিকায় রয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট এনায়েতপুর থানায় সরকার পতন আন্দোলনের সময় অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ১৬টি অস্ত্র লুটের ঘটনা ঘটে। ওই হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের চার নেতা এবং অজ্ঞাতনামা ৬ হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যা এনায়েতপুর থানায় পুলিশ বাদী হয়ে করেছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :