বিশ্ব মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক ইসলামী জলসায় বক্তব্য রাখতে গিয়ে খিদিরপুর খানকা শরীফের ছোট পীর সাহেব, হজরত মাওলানা সৈয়দ শাহ সুফি গোলাম ইস্তারশিদ আল কাদেরী বলেছেন, ওলী আউলিয়াদের প্রচেষ্টায় দ্বীন ইসলাম প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখা হয়েছে। তিনি উল্লেখ করেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার বৃহত্তম মুসলিম দেশগুলোতে দ্বীনের দাওয়াত ও তাবলীগের কাজ ওলী আউলিয়াদের হাত ধরেই এগিয়ে চলছে। বিশেষত সুলতান ই হিন্দ খাজা গরীব নাওয়াজ, হজরত শাহজালাল, শাহ পরাণ, হজরত নিজামুদ্দিন আওলীয়া এবং অন্যান্য ওলীদের অবদান বিশেষভাবে স্মরণীয়।
আজ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের হিমচি মাদ্রাসা জামিয়া মুর্শিদিয়া আক্তারিয়া ফায়জানে আহলে বাইত আয়োজিত এক জলসায় তিনি এ কথা বলেন। মাওলানা ইস্তারশিদ আল কাদেরী আরও বলেন, তার দাদা এবং আব্বা হুজুরও গ্রাম বাংলায় ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে তার দাদা হজরত মাওলানা নসিমুদ্দিন শাহ আল কাদেরী এবং আব্বা হজরত শাহ সুফি কুতুবুদ্দিন আক্তার আলী শাহ আল কাদেরীর প্রচেষ্টায় গ্রাম বাংলায় ইসলাম প্রতিষ্ঠায় অবদান স্মরণীয়।
তিনি ওলী আউলিয়াদের পবিত্র মাজার ধ্বংসের নিন্দা জানিয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানান। পাশাপাশি মাজার এলাকা থেকে অসামাজিক কার্যকলাপ বন্ধ করার আহ্বানও জানান।
জলসায় খিদিরপুর খানকা শরীফের পীর সাহেব সৈয়দ শাহ সুফি মুফতি গোলাম মুস্তারলিদ আল কাদেরী, কারী ইকবাল হোসেন মন্ডল আল কাদেরী এবং অন্যান্য আলেমগণ নবী, সাহাবী ও ওলী আউলিয়াদের জীবনী নিয়ে আলোচনা করেন। এই আয়োজনে বারুইপুর থানার আইসি সৌম্যজোতি রায়, তৃণমূল নেতা আক্তার হোসেন মন্ডল এবং স্থানীয় সমাজসেবী মোশারফ হোসেন মন্ডলসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহযোগিতা করেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :