সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, দুদকের পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মোনায়েম হোসেন সাবেক মন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, রেজাউল করিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ রয়েছে, যার মাধ্যমে তিনি ও তার পরিবারের সদস্যরা নাজিরপুর, পিরোজপুর এবং ঢাকায় বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন। দুদক বলছে, এ ধরনের গুরুতর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত যেকোনো সময় গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস বা দেশত্যাগ করতে পারেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন প্রতিরোধ করা জরুরি।
দুদকের পাবলিক প্রসিকিউটর এম এ সালাউদ্দিন ইস্কান্দার বলেন, “অভিযুক্ত ব্যক্তি দেশ ছাড়লে তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে বা ব্যাহত হতে পারে।” আদালত অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :