ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পৃথক দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মব জাস্টিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তারা শিক্ষিত মানুষ। আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে আইনের হাতে সোপর্দ করা উচিত।”
তিনি আরও উল্লেখ করেন, “সাংবাদিকরা এই বিষয়ে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, যাতে কোনো নিরীহ ব্যক্তি হেনস্তার শিকার না হয়।”
সভায় আরও আলোচনা হয় পুলিশ বাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধার, চাঁদাবাজি বন্ধ এবং ঘুষ ও অনিয়ম প্রতিরোধের বিভিন্ন পদক্ষেপ নিয়ে।
জাহাঙ্গীর আলম বলেন, “আমরা একটি জনবান্ধব পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে কাজ করছি, যেখানে তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না এবং নিরীহ কেউ হয়রানির শিকার হবে না। সত্যিকারের অপরাধীদের বিরুদ্ধেই মামলা করা হবে।”
তিনি আরও বলেন, “পুলিশ আগের মতো মামলায় অজ্ঞাতনামা আসামির তালিকা দিচ্ছে না। এখন সাধারণ মানুষ মামলা দিচ্ছে, এবং তারা যেন প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেই মামলা করে, এ বিষয়ে তাদের সচেতন করতে হবে।”
এছাড়াও, স্বরাষ্ট্র উপদেষ্টা সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যদি কোনো নিরীহ ব্যক্তি হয়রানির শিকার হয়, তাহলে নির্ভয়ে আমার কাছে আসুন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।”
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :