সর্বশেষ :

ছাতকে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত ১


ফজল, ছাতক
সেপ্টেম্বর ১৯, ২০২৪ । ৬:১৪ অপরাহ্ণ
ছাতকে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত ১
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ছাতকের উত্তর খুরমা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে সামছু উদ্দিন এর উপর অকতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার রাত ৯ ঘটিকার দিকে স্থানীয় বড় খেজাউড়া গ্রামের রাস্তার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সামছু উদ্দিন ও তার বাতিজা আমির হোসেন এর মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। থানা ও আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। ঘটনার সময় সামছু উদ্দিন ছাতক বাজার থেকে নিজ গ্রামের বাড়ী ছোট খেজাউড়া গ্রামে ফিরছিলেন।

বড় খেজাউড়া গ্রামের সামনে আসলে পূর্ব থেকে উৎপেতে থাকা লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে আহত সামছু উদ্দিন এর ছেলে রাসেল আহমদ হামলা ও হাসপাতালে ভর্তী থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ছাতক থানার ওসি শাহ আলম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০