ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী আগামী রোববার (২২ জুলাই) পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে।
তাদের দাবি, সরকারি চাকরির আবেদন বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ বছর করার সুপারিশ যদি জনপ্রশাসন মন্ত্রণালয় প্রত্যাহার না করে, তাহলে তারা এই কর্মসূচি পালন করবে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টায় ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা এ লংমার্চের ঘোষণা দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সগির বলেন, “আমরা ৩৫/৬৫ বয়সসীমার সুপারিশ বাতিল চাই। স্বাধীন দেশে বৈষম্য চাই না। আমলাদের সুবিধা নিতে দেবো না। আমাদের দাবি না মানলে রোববার পিএসসি অভিমুখে লংমার্চ করব।”
তিনি আরও বলেন, সব শিক্ষার্থী এই আন্দোলনে তাদের সঙ্গে রয়েছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :