ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তার গ্রাহকসেবায় দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এ ব্যাংকটির সাফল্যের মূল কারণ হলো সব পর্যায়ের কর্মকর্তাদের সততা ও শরীয়াহ্ ভিত্তিক কার্যক্রম। সাধারণ মানুষ এই ব্যাংককে তাদের নিজের ব্যাংক হিসেবে দেখে, যা ব্যাংকটির প্রতি গ্রাহক আস্থার প্রতিফলন।
বৃহস্পতিবার সকাল ১০টায় গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার রূপামনি এন্টারপ্রাইজ বেড়াইদেরচালা এজেন্ট আউটলেটে “গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ সেবায় অংশ নিন” শিরোনামে ইসলামী ব্যাংক পিএলসি’র গ্রাহক সেবা মাস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাওনা ইসলামী ব্যাংক পিএলসি শাখার ব্যবস্থাপক মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও এজেন্ট পরিচালক মোবারক হোসেন শ্যামলের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী প্রঃবিঃ প্রধান শিক্ষক আবুল হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বেপারী, ব্যাংকের এজেন্ট আউটলেট শাখার পরিচালক শফিকুল ইসলাম, জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা হাফিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট রাজিবুল ইসলাম বেপারী এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ইসলামী ব্যাংকের সেবার মান এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এর অবদানের কথা তুলে ধরেন। ইসলামী ব্যাংক দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে এবং তার সেবা দিয়ে সব সময় গ্রাহকদের আস্থা অর্জন করছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :