সর্বশেষ :

গণপিটুনি নিয়ে নাহিদ ইসলামের উদ্বেগ, দ্রুত পদক্ষেপের আহ্বান


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২৪ । ৭:২৮ অপরাহ্ণ
গণপিটুনি নিয়ে নাহিদ ইসলামের উদ্বেগ, দ্রুত পদক্ষেপের আহ্বান
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণপিটুনিতে দুইজনের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ বিষয়ে এবার কথা বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নিজের ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া গণপিটুনির ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ‘বহিরাগত’ নিয়ন্ত্রণ পুরোপুরি সম্ভব নয় এবং উচিতও নয়। তবে একাডেমিক পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, সেই লক্ষ্যে সুনির্দিষ্ট নীতিমালা থাকা জরুরি। ক্যাম্পাসে রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ থাকা প্রয়োজন, এবং একইসঙ্গে জনগণের সঙ্গে মিথস্ক্রিয়া বজায় রাখা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যারা বিগত সময়ে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দ্রুত মামলা করা উচিত। এছাড়া, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্যাতনকারীদের শনাক্ত করতে প্রশাসনের উদ্যোগে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন করে ব্যবস্থা নিতে হবে।”

পরিশেষে তিনি বলেন, “নির্যাতনকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা না নিলে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। শিক্ষার্থীদেরও উচিত দায়িত্বশীল আচরণ করা, কারণ গণপিটুনি বা মবজাস্টিস কোনো সমাধান নয়।”


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০