সর্বশেষ :

একে-৪৭ দিয়ে গুলি চালানোর অভিযোগে সোলায়মান বাদশা গ্রেপ্তার


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২৪ । ৭:৪৮ অপরাহ্ণ
একে-৪৭ দিয়ে গুলি চালানোর অভিযোগে সোলায়মান বাদশা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর একে-৪৭ দিয়ে গুলি চালানোর অভিযোগে সন্ত্রাসী সোলায়মান বাদশাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে নোয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৪ আগস্ট চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর একে-৪৭ সদৃশ রাইফেল দিয়ে গুলি চালানোর অভিযোগে সোলায়মান বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০