সাধারণ মানুষকে হুমকি, ধামকি সহ নানান ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহবায়ক অ্যাড. আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব বিষয়ে তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাসির মানুষকে প্রতিনিয়ত হুমকি, ধামকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণেই তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই তাকে দলীয় পদ পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত বিএনপি নেতা নাসির মুন্সী বলেন, আমি দলের দুর্দিনে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। দলের দুঃসময়ে আওয়ামীলীগের যোগ দিয়ে স্বার্থ হাসিল করেছে এমন একটি কুচক্রিমহল আমার ব্যাপারে ষড়যন্ত্র করে জেলা নেতাদের ভুল বুঝিয়ে এমনটি করেছে। আমি এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে সিদ্ধান্ত নিতে আবেদন করব।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :