বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় ৫০ লাখ টাকা সহায়তা প্রদান করেছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্থ সহায়তার চেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হাতে তুলে দেন।
বিকেএমইএর ঢাকা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, এ কে এইচ আখতার হোসেন, এবং আরিফুল ইসলাম আদিব।
অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “বৈষম্যবিরোধী সমাজ প্রতিষ্ঠা এ দেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন, তারা চিরকাল আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমাদের সবার এগিয়ে আসা উচিত, আর এই উদ্যোগে অংশ নিতে পেরে আমরা গর্বিত।”
বিকেএমইএ নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, “আর্থিক সহায়তা দিয়ে দায়িত্ব শেষ হয় না। সৎ উদ্দেশ্য ও মেধা দিয়ে আরও সহযোগিতা করার প্রয়োজন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএর সিনিয়র সহসভাপতি মনসুর আহমেদ, সহসভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, এবং সাবেক সহসভাপতি মাসুদুজ্জামান।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :