সর্বশেষ :

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২৪ । ৭:৫৯ অপরাহ্ণ
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন
সংগৃহীত ছবি

‘অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়।

সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন ও গণহত্যার বিরুদ্ধে দেশব্যাপী উত্তাল ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে, তৎকালীন প্রধানমন্ত্রী ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। পরবর্তীতে ৬ আগস্ট রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন।

এই পরিস্থিতিতে সাংবিধানিক সংকট মোকাবিলা, রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা এবং নির্বাহী কার্য পরিচালনার জন্য রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত চান। ৮ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মতামত প্রদান করে যে, রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার গঠনের জন্য প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের নিয়োগ দিতে পারবেন।

এ প্রেক্ষিতে রাষ্ট্রপতি ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। নতুন সরকারের ক্ষমতা, দায়িত্ব ও উপদেষ্টাদের সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে ‘অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং উপদেষ্টা পরিষদ এই খসড়ার অনুমোদন দিয়েছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০