ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল গত ১৫ সেপ্টেম্বর দেশ ছেড়ে গেলেও দলের সঙ্গে ছিলেন না তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। আগেই জানা গিয়েছিল যে তিনি ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে যোগ দেবেন। তবে দুই দিন ধরে শান্ত-লিটনরা অনুশীলনে থাকলেও সাকিবের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল, কবে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।
অবশেষে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে ভারতীয় মাটিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। ভারত থেকে দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে পাকিস্তান সিরিজ শেষে শান্ত-লিটনরা দেশে ফিরলেও সাকিব ফিরতে পারেননি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে হত্যার অভিযোগের কারণে সাকিবের দেশে ফেরা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। ফলে পাকিস্তান থেকে সরাসরি ইংল্যান্ডে উড়াল দিয়ে সাকিব সারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলেন।
সারের হয়ে প্রথম ম্যাচে ৯ উইকেট শিকার করে সাকিব ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করেছেন। এখন দেখার বিষয়, ২২ গজে তার পারফরম্যান্স কেমন হয়।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :