সর্বশেষ :

প্রবাসীদের মাধ্যমে নারী বিশ্বকাপ দল ঘোষণা করার কারণ ব্যাখ্যা করলেন বাশার


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২৪ । ৪:১৫ অপরাহ্ণ
প্রবাসীদের মাধ্যমে নারী বিশ্বকাপ দল ঘোষণা করার কারণ ব্যাখ্যা করলেন বাশার
সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমবারের মতো অভিনব পদ্ধতিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে, যা নজর কাড়ছে সবার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিসিবির আয়োজিত সংবাদ সম্মেলনে বড় পর্দায় দেখানো একটি ভিডিওতে প্রবাসী বাংলাদেশিরা বিশ্বকাপ দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির উইমেন্স উইংয়ের প্রধান, সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন।

প্রবাসীদের দিয়ে দল ঘোষণা করার কারণ জানতে চাইলে তিনি বলেন, “আমাদের বিশ্বকাপ খুবই গুরুত্বপূর্ণ, আর আমাদের ক্রিকেটের অন্যতম বড় শক্তি হলো সমর্থকরা। শুধু দেশের নয়, প্রবাসে থাকা বাংলাদেশিরাও আমাদের দলকে নিবিড়ভাবে ফলো করেন। তারা আমাদের দলের সঙ্গে কতটা সম্পৃক্ত, সেটিই দেখানোর জন্য আমরা এই বিশেষ উদ্যোগ নিয়েছি।”

বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের খেলা হওয়ার কথা ছিল ঘরের মাঠে। তবে রাজনৈতিক কারণে তা সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। প্রবাসী সমর্থকদের কাছ থেকে এই টুর্নামেন্টেও সমর্থন আশা করছেন বাশার।

তিনি বলেন, “আমিরাতে থাকা প্রবাসী বাংলাদেশিরা সবসময় আমাদের দলের পাশে থাকেন। তাদের সমর্থন আমাদের মেয়েদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করি, সবাই মাঠে আসবেন এবং সমর্থন জানাবেন।”

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০