বাংলা গানের প্রখ্যাত শিল্পী কনকচাঁপা, যিনি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন, সম্প্রতি ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার, বাকস্বাধীনতা এবং সামাজিক ও মানসিক স্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছেন।
তিনি লিখেছেন, “আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আমার একটাই চাওয়া—গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতিটি মানুষ গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা ফিরে পাক। দলমত নির্বিশেষে সকলেই ‘মানুষ’–এর মর্যাদা পাবে। আল্লাহর সাহায্য নিকটবর্তী।”
ছাত্র–জনতার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের কথাও স্মরণ করতে ভুলেননি এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। তিনি বলেছেন, “সব তরুণ যোদ্ধা যারা জীবন দিয়েছেন, তারা শহীদের মর্যাদা পাক, এবং যারা এখনও বেঁচে আছেন, তারা তাদের আত্মত্যাগের সঠিক মূল্যায়ন পান।”
কনকচাঁপার এই পোস্টে তার সহকর্মী, ভক্ত ও অনুরাগীরা প্রশংসা করেছেন। নির্মাতা ফেরদৌস হাসান মন্তব্য করেন, “১০০% সহমত। যারা মুক্তি এনে দিলো, তাদের মর্যাদা সবার আগে! সেই নির্ভীক তরুণ তরুণীরা, স্যালুট!” সংগীতশিল্পী সোহেল মেহেদী লিখেছেন, “আপা প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা পাক। আজকের দিনে এই হোক অঙ্গীকার।” অন্যান্য অনুরাগীও তার সঙ্গে সহমত পোষণ করে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করে আসছে, যার উদ্দেশ্য গণতন্ত্র সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও গণতন্ত্রে উৎসাহিত করা।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :