সর্বশেষ :

এবার বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করলেন প্রবাসীরা


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২৪ । ১:৫৪ অপরাহ্ণ
এবার বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করলেন প্রবাসীরা
সংগৃহীত ছবি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ঘরের মাঠে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে গেছে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে। বিশ্বকাপের ভেন্যু বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে আগামী ৩ অক্টোবর থেকে এই মেগা টুর্নামেন্ট শুরু হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে এই স্কোয়াড মাঠে নামবে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে স্কোয়াড ঘোষণা করা হয়।

স্কোয়াডে রয়েছেন: মারুফা আক্তার, দিপা বিশ্বাস, সাথী রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার এবং রাবেয়া খান।

বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ আসরে টাইগ্রেসরা নিজেদের সেরাটা দিয়ে লড়াই করবে বলে প্রত্যাশা করছে দেশের ক্রিকেটপ্রেমীরা।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০