বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সামনে রয়েছে ব্যক্তিগত মাইলফলক অর্জনের সুযোগ। সিরিজটি মাঠে গড়ানোর আগে রোহিত দাঁড়িয়ে আছেন একাধিক রেকর্ডের দোরগোড়ায়। এই সিরিজে ভালো পারফর্ম করলে ছাড়িয়ে যেতে পারেন কিংবদন্তি বীরেন্দ্র শেবাগ ও অ্যাডাম গিলক্রিস্টকে।
রোহিত এখন পর্যন্ত ৫৯টি টেস্টে ৮৪টি ছক্কা মেরেছেন, যা তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মারার কৃতিত্ব দিয়েছে। শীর্ষে রয়েছেন শেবাগ, যিনি ৯১টি ছক্কা মেরেছেন। এই সিরিজে মাত্র ৮টি ছক্কা মারতে পারলেই শেবাগকে ছাড়িয়ে ভারতের হয়ে টেস্টে সর্বাধিক ছক্কার মালিক হবেন রোহিত।
এছাড়াও, রোহিতের লক্ষ্য আরও বড়। মাত্র ১৬টি ছক্কা মেরে তিনি হয়ে যেতে পারেন ভারতের প্রথম টেস্ট ব্যাটার, যিনি ১০০টি ছক্কা মারার কীর্তি গড়বেন। এই কৃতিত্ব অর্জন করলে তিনি বিশ্বে চতুর্থ ক্রিকেটার হবেন, যারা টেস্টে ১০০ বা তার বেশি ছক্কা মেরেছেন।
বর্তমানে ইংল্যান্ডের বেন স্টোকস ১৩১টি ছক্কা মেরে এই তালিকায় শীর্ষে আছেন। নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ১০৭টি এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ১০০টি ছক্কা মেরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন।
ভারতীয় দল এই সিরিজ দিয়েই টানা ১০টি টেস্ট মিশনে নামতে যাচ্ছে। রোহিত শর্মার অধিনায়কত্বে ভারত ইতিমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে, কিন্তু সেখানে জয় বঞ্চিত থেকেছে। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ রোহিত ও তার দলের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে, যেখানে তারা জয় তুলে নিতে চায় এবং নতুন রেকর্ড গড়ার অপেক্ষায় থাকবে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :