দীর্ঘ ১৪ বছর পর পাকিস্তানের জনপ্রিয় রক ব্যান্ড জাল আবারও বাংলাদেশে কনসার্ট করতে আসছে। আগামী ২৭ সেপ্টেম্বর, ‘লিজেন্ডস অফ দ্য ডেকেড’ শিরোনামে বহুল প্রতীক্ষিত এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে।
আয়োজনের দায়িত্বে রয়েছে জিরকোনিয়াম ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এবং এমএস অ্যাসেন মাল্টিপারপাস। জমকালো এই অনুষ্ঠানটি হবে ৩০০ ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে পাশে স্বদেশ স্বর্ণালী আভাসা এলাকায়।
কনসার্টে জালের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড অর্থহীন এবং ভাইকিংস পারফর্ম করবে। আয়োজকরা জানিয়েছেন, আরও শিল্পীদের লাইনআপে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, বাসবাবা সুমন তার শারীরিক অসুস্থতা সত্ত্বেও অর্থহীনের সঙ্গে লাইভ পারফর্ম করবেন, যা দর্শকদের জন্য একটি আবেগঘন মুহূর্ত হয়ে উঠবে।
জিরকোনিয়ামের চেয়ারম্যান আমের রাহিম আফতাব বলেন, “দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর জালের বাংলাদেশে ফিরে আসা আমাদের এই কনসার্টের নাম ‘লিজেন্ডস অফ দ্য ডেকেড’ রাখতে অনুপ্রাণিত করেছে। এছাড়া অর্থহীন এবং ভাইকিংসের যোগদান কনসার্টকে আরও অনন্য করে তুলবে।”
অ্যাসেনের সিইও আনন্দ চৌধুরী বলেন, “এটি হবে বছরের সবচেয়ে বড় ইভেন্টগুলোর একটি। জাল, অর্থহীন, এবং ভাইকিংসের সাথে আরও কিছু চমকপ্রদ পারফরম্যান্সের আয়োজন রাখা হয়েছে।”
কনসার্টটি সন্ধ্যায় শুরু হবে, আর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩,০৫০ টাকা। টিকিট শুধুমাত্র গেট সেট রকের ওয়েবসাইট (www.getsetrock.com) থেকে কেনা যাবে।
জাল সর্বশেষ ২০১০ সালে ঢাকায় পারফর্ম করেছিল। ২০০২ সালে গোহর মুমতাজের প্রতিষ্ঠিত এই ব্যান্ডটি তাদের ‘আদাত’ গানটির মাধ্যমে দ্রুত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায়, যা পাকিস্তানসহ উপমহাদেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :