সর্বশেষ :

৮৫০ বছর আগের মতো পালাতে হলো আপনাকেও: জামায়াত আমির


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৪ । ৯:৩৪ অপরাহ্ণ
৮৫০ বছর আগের মতো পালাতে হলো আপনাকেও: জামায়াত আমির
সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিকে ৮৫০ বছর আগের সেনবংশের পতনের সঙ্গে তুলনা করে মন্তব্য করেছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “যেভাবে ৮৫০ বছর আগে লক্ষ্মণ সেন পালিয়ে গিয়েছিল, আপনাকেও পালাতে হলো।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এ সভায় ডা. শফিকুর রহমান শেখ হাসিনার শাসনামলকে দেশের ১৫ কোটি মানুষের জন্য “মজলুমের যুগ” হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “এ জাতির মুখে ছিল তালা, হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি। সাড়ে ১৭ বছরের শাসনামলে আওয়ামী লীগ সরকার স্টিম রোলারের মতো জাতির ওপর অত্যাচার করেছে।”

জামায়াত আমির আরও বলেন, “শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেল বললেও, সেই রোল মডেল তাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। এত উন্নয়ন করলেন, কিন্তু নিজেই রাজপথে গাড়ি চালিয়ে যেতে পারলেন না।”

তিনি জামায়াতে ইসলামীর ওপর হওয়া নির্যাতনের বিষয়টিও তুলে ধরে বলেন, “আমাদের মতো মজলুম সংগঠন আর নেই। আমাদের নেতাদের হত্যা করা হয়েছে, বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। পর্দানশীল মা-বোনদের ইজ্জত নিয়ে টানাহেঁচড়া করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বিদেশে বসে যারা অন্যায়-জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের দেশে থাকা পরিবারকে হেনস্তা করা হয়েছে। ফেসবুকে লিখলে ডিবি তাদের আজরাইলের মতো ঘরে গিয়ে গ্রেপ্তার করেছে।”

এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ধনবাড়ীর নিহত একরামুল হক সাজিদের বাবা জিয়াউল হক, নিহত আশরাফুলের বোন সৈয়দা আক্তার, এবং স্থানীয় ছাত্রশিবিরের নেতারা।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০