সর্বশেষ :

১৮৬ কোটি টাকার হেভি কার্গো জেটির নির্মাণকাজ শেষ হচ্ছে চলতি বছরই


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৪ । ১:৪১ অপরাহ্ণ
১৮৬ কোটি টাকার হেভি কার্গো জেটির নির্মাণকাজ শেষ হচ্ছে চলতি বছরই
সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দরের হেভি কার্গো হ্যান্ডলিংয়ের জন্য নতুন জেটির মেগা প্রকল্পের নির্মাণকাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হতে যাচ্ছে। ১৮৬ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে এই জেটি নির্মাণের বিষয়টি পরিকল্পনা কমিশনকে নিশ্চিত করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, চট্টগ্রাম বন্দরে ভারী কার্গো হ্যান্ডলিংয়ের জন্য নির্দিষ্ট কোনো জেটি না থাকায় বর্তমানে এনসিটি বার্থ নং-৫ ব্যবহার করা হচ্ছে, যার লোড সহনশীলতা প্রতি বর্গমিটারে ৩ টন। নতুন নির্মাণাধীন জেটির লোড সহনশীলতা হবে প্রতি বর্গমিটারে ৫ টন, যা ভারী লিফট কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা আরও বাড়াবে।

প্রকল্পের অধীনে ১২৪ মিটার দীর্ঘ আরসিসি হেভি লিফট কার্গো জেটি নির্মাণ, ৫টি লো-বেড ট্রেইলার সংগ্রহ এবং আর্থ রিটেইনিং স্ট্রাকচার, পেভমেন্ট, ইয়ার্ড লাইটিং টাওয়ারসহ অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ চলমান রয়েছে।

এছাড়া, অফিস ভবন, গুদাম এবং সাইট ল্যাবরেটরি নির্মাণও এই প্রকল্পের অংশ।

প্রকল্পটি চট্টগ্রামের জিসিবি ১৩ নং জেটির উজানে নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল, তবে জাহাজের আকার ও নদীমুখ সংকীর্ণ হওয়ার কারণে স্থান পরিবর্তন করে লালদিয়া-১ এলাকাকে এই জেটি নির্মাণের জন্য সর্বোত্তম স্থান হিসেবে বেছে নেওয়া হয়।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০