সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী সিনিয়র সাংবাদিক এম.এ কাসেম স্বদেশে আগমন উপলক্ষ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সোমবার (১৫ই সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সাংবাদিক এম এ কাসেম কে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সঈদ, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি এম এ কাসেম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হাসান, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মান্নার মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদ ও কার্যনির্বাহী সদস্য আব্দুল কাদির জীবন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :