জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া সম্প্রতি শোবিজে তাকে বয়কট করার কারণ জানিয়েছেন। অভিনয়ে দক্ষতা এবং জনপ্রিয়তা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে তাকে খুব একটা পর্দায় দেখা যায় না।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সক্রিয় থাকেন এবং ভক্তদের সঙ্গে নিজের মতামত শেয়ার করেন।
১৫ সেপ্টেম্বর স্পর্শিয়া তার ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বয়কট হওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, প্রযোজক ও পরিচালকদের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে, কিংবা তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ও সামাজিক মেলামেশায় কমতি থাকার কারণে তাকে বয়কট করা হয়েছে।
তিনি বলেন, ভিকটিম প্লে না করায় এবং তার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তগুলোকে সম্মান না করায় শোবিজে তিনি অনেকের অপছন্দের শিল্পী হয়ে উঠেছেন।
স্পর্শিয়া আরও বলেন, কিছু মানুষ তার পেছনে অপবাদ ছড়িয়ে তাকে একটি “প্লে-গার্ল” হিসেবে চিত্রিত করেছে, যারা প্রকৃতপক্ষে তাকে ভালোভাবে চিনে বা জানে না।
নিজের সম্পর্কে কৌতূহলী মন্তব্য করে তিনি আরও জানান, নিজের জীবন ও সিদ্ধান্তের প্রতিটি ধাপে কেবল তিনি নিজেই তাকে তৈরি করেছেন এবং অন্যের অংশগ্রহণ তার অনুমতির উপর নির্ভর করে।
এই বক্তব্যের মাধ্যমে স্পর্শিয়া শোবিজ ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান এবং কিছু মানুষের আচরণের প্রতি তার অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :