বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদরা কোনো নির্দিষ্ট দলের সম্পদ নয়, বরং তারা দেশের সম্পদ, রাষ্ট্রের গর্ব।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে শহীদদের মাগফেরাত কামনা এবং আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং ইতিবাচক সাড়া পেয়েছি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে এবং অন্যায়ের কাছে মাথা নত করেনি। জামায়াত ভেঙে পড়বে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে কখনও পিছপা হবে না।”
দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ডা. শফিকুর বলেন, “প্রত্যেকটি মানুষ নির্যাতনের শিকার এবং স্বৈরশাসনের এই দীর্ঘ সময় বাংলাদেশের জন্য ছিল অন্ধকারময় অধ্যায়।”
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা আমির আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত আলী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মো. খলিলুর রহমান মাদানী, এবং ছাত্র আন্দোলনের সমন্বয়ক মনিরুল ইসলাম। এছাড়া, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরাও এই আয়োজনে উপস্থিত ছিলেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :