সর্বশেষ :

রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন ব্যবসায়ী তানভীর


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৪ । ৭:১৬ অপরাহ্ণ
রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন ব্যবসায়ী তানভীর
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আব্দুল্লাহ আল আবির হত্যাকাণ্ডের মামলায় আটক ব্যবসায়ী তানভীর আলী রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রুমিন মিয়া জানিয়েছেন, ১৯ জুলাই গুলশানের কালাচাঁদপুরের বারিধারা পার্ক রোডে আন্দোলন চলাকালে হামলা চালানো হয়, যেখানে আব্দুল্লাহ আল আবিরসহ বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। ২০ জুলাই সকালে আবির ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ডিজিস্টের মৃত্যু হয়। এ ঘটনার পর হাসান মাহমুদ বাদী হয়ে ২০ আগস্ট গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ব্যবসায়ী তানভীর আলীকে গত শনিবার গ্রেপ্তার করা হলে আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠান। রিমান্ডে তানভীর স্বীকার করেছেন যে, আন্দোলন দমাতে অর্থ, অস্ত্র এবং সন্ত্রাসী ব্যবহার করে সহায়তা করেছিলেন।

গুলশান থানার ওসি তৌহিদ আলম জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে তানভীর ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করার কথা স্বীকার করেছেন। তানভীরের বিরুদ্ধে অবৈধ অর্থ উপার্জন, নারী নির্যাতনসহ আরও বেশ কয়েকটি মামলা রয়েছে, যার মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

এ মামলায় তানভীর আলী ছাড়াও আরও কয়েকজন উচ্চপদস্থ নেতা ও গুলশানের স্থানীয় রাজনীতিকদের আসামি করা হয়েছে, যাদের মধ্যে আছেন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন বাবুল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিমুল, এবং গুলশান থানা ছাত্রলীগের কয়েকজন নেতা।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০