রাজশাহী মহানগরীর শাহমুখদুম থানার রায়পাড়া গ্রামে ফাঁকা বাড়িতে এক আদিবাসী নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহতের নাম শ্রী রানী (৫০), তার স্বামী অজয় পাঁচ বছর আগে মারা গেছেন।
শ্রী রানী তার স্বামীর মৃত্যুর পর থেকে বাড়িতে একাই থাকতেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, রোববার দিবাগত রাতের কোনো এক সময় শ্রী রানীকে নিজ বাড়িতে গলাকেটে হত্যা করা হয়।
সোমবার সকালে প্রতিবেশীরা তার ঘরে গলাকাটা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
শাহমুখদুম থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশীদ জানান, মামলার প্রক্রিয়া চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :