সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাটডাউন কর্মসূচি চলাকালে দুর্বৃত্তরা মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায়। স্টেশন দুটির টিকিট ভেন্ডিং মেশিন ও যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট করা হয়।
প্রাথমিকভাবে ডিএমটিসিএল (ঢাকা মেট্রো রেল ট্রানজিট কোম্পানি লিমিটেড) জানিয়েছিল, কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন সংস্কার করে পুনরায় চালু করতে সাড়ে ৩০০ কোটি টাকা লাগবে। তবে বর্তমানে প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই স্টেশন সংস্কারের ব্যয় ১৩৮ কোটি টাকার বেশি হবে না।
কর্তৃপক্ষ ইতোমধ্যেই স্টেশন দুটির সংস্কার কাজ শুরু করেছে। কাজীপাড়া স্টেশন আগামী ২০ সেপ্টেম্বর চালু হতে পারে বলে আশা করা হচ্ছে, যদিও মিরপুর-১০ স্টেশন চালু হতে আরও কিছু সময় লাগবে। ডিএমটিসিএল জানিয়েছে, মিরপুর-১০ স্টেশনের সংস্কার কাজ শেষ হতে কয়েক মাস সময় লাগতে পারে।
এছাড়া, মেট্রোরেলের নিয়মিত চলাচল সপ্তাহের প্রতিদিন শুরু হতে পারে ২০ সেপ্টেম্বর থেকে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ জানিয়েছেন, ১৮ সেপ্টেম্বর (বুধবার) সংবাদ সম্মেলন করে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
তিনি আরও জানান, কাজীপাড়া স্টেশনের শেষ মুহূর্তের কাজগুলো দ্রুত এগিয়ে চলেছে এবং ইতোমধ্যে ফাইনাল টেস্টিং সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৮ তারিখের মধ্যেই বাকি কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :