রাজধানীর হাজারীবাগে তীব্র মাথাব্যথার যন্ত্রণায় ভুগতে থাকা সোমা দে (২৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, মাথাব্যথা থেকে মুক্তি পেতে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছিলেন তিনি।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হলে, জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সোমার মামা অনন্ত কুমার জানান, তিনি সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে সোমাকে বিছানায় শুয়ে থাকতে দেখেন। তাকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে স্ত্রীসহ সোমার ঘরে যান এবং দেখেন তার মুখ দিয়ে লালা বের হচ্ছে।
এরপর সোমাকে জিজ্ঞেস করলে তিনি শুধু বলেন, ‘তীব্র মাথাব্যথা হচ্ছিল, তাই ঘুমের ওষুধ খেয়েছি।’
দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ঢামেক হাসপাতালে পাঠান। ঢামেকে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সোমার মামা আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে সোমা বাড্ডার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। দীর্ঘদিন ধরে তিনি মাথাব্যথায় ভুগছিলেন, যার জন্য তাকে চিকিৎসা করানো হচ্ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ কম ছিল, এবং তিনি বেশিরভাগ সময় একা থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :