প্রখ্যাত অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানা ইস্যুতে মতামত প্রকাশ করেন। কখনও নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন, আবার কখনও নেটিজেনদের ওপর ক্ষোভ ঝেড়ে দেন। সম্প্রতি ফেসবুকে নেটিজেনদের অযাচিত মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
রোববার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ফারিয়া।
তিনি বলেন, কিছু ব্যক্তি তার পোস্টে এমন মন্তব্য করেন, যা দেখে মনে হয়, তিনি নিজেই ফেক একাউন্ট বানিয়ে সেসব মন্তব্য করছেন। এমনকি এইসব মন্তব্যের স্ক্রিনশটও তার কাছে আসে, যা তাকে বিরক্ত করে।
ফারিয়া লিখেছেন, “যে বিষয়গুলো আমি নিজ থেকে ছুড়ে ফেলেছি, সেগুলো নিয়ে চিন্তা করার সময় বা আগ্রহ নেই আমার।” তিনি আরও উল্লেখ করেন, জীবনে নানা দায়িত্ব ও কাজের চাপে তিনি ফেলে দেওয়া বিষয়গুলো নিয়ে আর মাথা ঘামান না।
ফারিয়া বলেন, “জীবনে অনেক বড় সুসংবাদ আসছে, যা নিয়ে ভাবতে চাই। পুরনো ভুল নিয়ে কথা বলার বয়স আমি পেরিয়ে এসেছি।” তিনি বিশ্বাস করেন, যারা তার প্রতি অবিচার করেছে, তাদের উপযুক্ত বিচার আল্লাহ করবেন।
ফারিয়ার এই পোস্ট সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে এবং তার ভক্তরা বিষয়টি নিয়ে আলোচনা করছেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :