সর্বশেষ :

ঢাকার যানজট সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৪ । ৮:১৯ অপরাহ্ণ
ঢাকার যানজট সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
ফাইল ছবি

ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কার্যকর সমাধান খুঁজতে পুলিশ ও বুয়েটের বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৬ সেপ্টেম্বর) যমুনায় তাঁর কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ট্রাফিক বিশেষজ্ঞদের সাথে বৈঠককালে এ নির্দেশ দেন তিনি।

বৈঠকে ড. ইউনূস বলেন, “আমাদের অবিলম্বে যানজট সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে।” ডিএমপিকে তিনি দ্রুত ও কার্যকর কিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন এবং বুয়েটের বিশেষজ্ঞদের অন্তত একটি ট্রাফিক করিডোরে কিছু ঘরোয়া সমাধান বাস্তবায়নের পরামর্শ দেন। বিশেষজ্ঞদের স্থানীয় দক্ষতার সাহায্যে সিগন্যালিং সিস্টেম উন্নত করার দিকেও জোর দেন তিনি।

বুয়েটের পরিবহন ও ট্রাফিক সিস্টেমের বিশেষজ্ঞ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বৈঠকে একটি প্রেজেন্টেশনে জানান, যানজটের কারণে ঢাকা শহরে প্রতিবছর প্রায় ৪০ হাজার কোটি টাকার ক্ষতি হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খ. নাজমুল হাসান বৈঠকে জানান, সাম্প্রতিক সময়ে আরও ট্রাফিক পুলিশ মোতায়েনের ফলে ট্রাফিক পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে এবং আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যেই পুরোপুরি মোতায়েন সম্পন্ন হবে।

এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০