সর্বশেষ :

এস আলম গ্রুপের গৃহকর্মী মর্জিনার নামেও কোটি টাকার সম্পদ


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৪ । ৮:৫৩ অপরাহ্ণ
এস আলম গ্রুপের গৃহকর্মী মর্জিনার নামেও কোটি টাকার সম্পদ
সংগৃহীত ছবি

এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের গৃহকর্মী মর্জিনা আক্তারও এখন কোটিপতির তালিকায়। ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন ও একাধিক এফডিআরের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অনুসন্ধানে উঠে এসেছে মর্জিনার নামে ২ কোটি ৮৪ লাখ ১০ হাজার টাকার সম্পদের তথ্য।

মর্জিনা আক্তারের নামে ইসলামী ব্যাংকে ২২টি ফিক্সড ডিপোজিট (এফডিআর) রয়েছে, যার মোট মূল্য ১ কোটি ১০ হাজার টাকা। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সঞ্চয়ী হিসাবে রয়েছে আরও ১ কোটি ৮৪ লাখ টাকা। মর্জিনা এবং তার স্বামী সাদ্দাম হোসেন বর্তমানে ইসলামী ব্যাংকে কর্মরত, আর অভিযোগ রয়েছে যে এস আলমের মাধ্যমে এই চাকরিগুলো পেয়েছেন তারা। একই প্রতিষ্ঠান থেকে চাকরি করে দুজনই অস্বাভাবিক সম্পদের মালিক হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

এছাড়া, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ডাকবাংলোর সামনে তাদের নামে জমি এবং স্থানীয় জনগণের চলাচলের রাস্তা দখলের অভিযোগও পাওয়া গেছে। এনবিআর ইতিমধ্যে মর্জিনার ব্যাংক হিসাব খতিয়ে দেখছে এবং এই বিপুল অর্থের উৎস অনুসন্ধান করছে।

সম্প্রতি এস আলম পরিবারের সদস্য ও তাদের সাথে সংশ্লিষ্টদের ব্যাংক লেনদেনের তথ্য যাচাই করতে গিয়ে চট্টগ্রামের ইসলামী ব্যাংকের পাঁচলাইশ শাখায় মর্জিনার টাকার হদিস মেলে। ২২টি স্থায়ী আমানতের মাধ্যমে প্রতিটি ৪ লাখ ৭০ হাজার ৯০৩ টাকা করে এই অর্থ রাখা হয়েছে।

এস আলম গোষ্ঠীর ১৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে, এবং শিগগিরই চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে। এদিকে, মর্জিনার টাকার জব্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০