বরগুনার আমতলীতে গনঅধিকার পরিষদে যোগদান উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন বরগুনা জেলা আইনজীবি সমিতির সদস্য অ্যাডঃ মাহবুবুর রহমান মঈন। সোমবার দুপুর ১ টায় আমতলী পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন গনঅধিকার পরিষদ আমতলী উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে অ্যাডঃ মাহবুবুর রহমান মঈন বলেন, গনঅধিকার পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে আমি এ দলের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ৫ আগষ্ঠ সরকার পতনের পর আমি সকলকে নিয়ে মিষ্টি বিতরন করেছি।
তিনি আরো বলেন, গন অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুর হক নুর এর নেতৃত্বকে আমি পছন্দ করি। তাই আমি দলটির প্রতিষ্ঠা থেকে কাজ করে যাচ্ছি। কিন্তু একটি ষড়যন্ত্রকারী মহল ষড়যন্ত্র করে গত ১২ জুন বরগুনা জেলা শ্রমিক লীগের সভাপতি সম্পাদকের দেয়া আমতলী উপজেলা শ্রমিক লীগের পূর্নাঙ্গ কমিটিতে আমাকে ৬ নম্বর সহ-সভাপতি দেয়া হয়েছে। যা আমি অবগত নই। আমি কোন দিন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগটনের সাথে জড়িত ছিলাম না। সম্পূর্ন উদ্দেশ্যেপূর্ন ভাবে আমাকে কমিটিতে রাখা হয়েছে। আমি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :