সর্বশেষ :

আন্দোলনের কেন্দ্রীয় সমম্বয়কদের সাথে সাতক্ষীরায় সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময়


বরুণ, সাতক্ষীরা
সেপ্টেম্বর ১৬, ২০২৪ । ৮:২৫ অপরাহ্ণ
আন্দোলনের কেন্দ্রীয় সমম্বয়কদের সাথে সাতক্ষীরায় সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময়

সাতক্ষীরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা বিএনপি আহ্বায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ রবিউল বাসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিভাগীয় ছাত্র-জনতা মৈত্রী সফররত প্রতিনিধি দলের সমন্বয়ক মোঃ ওয়াহিদুজ্জামান, আকরাম হোসেন রাজ, আশরেফা খাতুন, আবু বকর খান, ফারহানা ফারিয়া, মইনুল ইসলাম, বিশ্বজিৎ দত্ত, তৌহিদুল ইসলাম শুভ, মোঃ বাবু খান ও জান্নাত আরাসহ সাতক্ষীরার স্থানীয় সমন্বয়করা সভায় অংশগ্রহণ করেন।

সভায় সাতক্ষীরার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দখলবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, মাদক নির্মূল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণ, যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং জলাবদ্ধতা নিরসনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০