সর্বশেষ :

ভারতের পথে টাইগাররা, ইংল্যান্ড থেকে যোগ দেবেন সাকিব


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৪ । ৪:০৫ অপরাহ্ণ
ভারতের পথে টাইগাররা, ইংল্যান্ড থেকে যোগ দেবেন সাকিব
সংগৃহীত ছবি

পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী মেজাজে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিনটি টি-টোয়েন্টি খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫ মিনিটের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেয় টাইগাররা।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ মোট ১৫ জন ক্রিকেটার দলের সঙ্গে ভারত গেছেন। তবে দল থেকে জানা গেছে, সাকিব আল হাসান ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন।

দেশ ছাড়ার আগে শান্ত বলেন, দলের সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী ভালো ক্রিকেট খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

তিনি বলেন, “পুরো দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য থাকবে শেষ পর্যন্ত লড়াই করে ভালো ক্রিকেট খেলা এবং দল হিসেবে জেতা।”

ভারতের বিপক্ষে সিরিজটি চ্যালেঞ্জিং হবে উল্লেখ করে শান্ত আরও বলেন, “তারা র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে, তাই পাঁচ দিন ভালো ক্রিকেট খেলার লক্ষ্য নিয়ে নামবো। শেষ দিন পর্যন্ত খেলাটা গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ ম্যাচের ফলাফল সেদিনই নির্ধারিত হয়।”

ভারতে টাইগারদের প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে, আর দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ৬, ৯, ও ১২ অক্টোবর, যথাক্রমে গোয়ালিয়র, দিল্লি, এবং হায়দরাবাদে।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০