টানা চার দিনের বৃষ্টিতে ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্নচাপের প্রভাবে শনিবার থেকেই রাজধানীতে দিনভর বৃষ্টি হচ্ছে, যা এখনও অব্যাহত।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালের বৃষ্টিতে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। প্রধান সড়কগুলোতে পানি না জমলেও ঢাকার অনেক অলিগলিতে পানি জমে কাদা-পানিতে সয়লাব হয়ে গেছে।
ফারুক মিয়া, একজন বেসরকারি চাকরিজীবী, বলেন, “ভোর থেকেই বৃষ্টি, ভিজে ভিজেই অফিসে যেতে হলো। রিকশা পেতেও কষ্ট হয়েছে, আর ভাড়াও অনেক বেশি।”
বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন রাস্তার পাশে থাকা মানুষ ও রিকশাচালকরা। সারারাত পলিথিনে মোড়ানো অবস্থায় থাকতে হয়েছে অনেককে, এবং রিকশাচালকরা সারাদিন যাত্রী কম পেয়ে কষ্টে ছিলেন।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত থাকতে পারে আগামীকাল পর্যন্ত। এরপর বৃষ্টি ধীরে ধীরে কমে আসবে। তবে সমুদ্রবন্দর ও নদীবন্দরে ঝড়ো হাওয়ার শঙ্কা রয়েছে, এজন্য সমুদ্রবন্দরগুলোকে ৩ এবং নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, তবে দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে ২২৩ মিলিমিটার। এছাড়া অন্যান্য অঞ্চল যেমন খেপুপাড়া, বরিশাল, ভোলা, মোংলা, সাতক্ষীরা ও কক্সবাজারেও উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :