সর্বশেষ :

গানের জগতে রেকর্ড গড়লেন জসিম উদ্দিন আকাশ


বিনোদন প্রতিবেদক
সেপ্টেম্বর ১৫, ২০২৪ । ৪:৫৮ অপরাহ্ণ
গানের জগতে রেকর্ড গড়লেন জসিম উদ্দিন আকাশ

প্রবাসী গীতিকার জসিম উদ্দিন আকাশ নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। কাতার প্রবাসী এই গীতিকারের লেখা গান এ পর্যন্ত ৬৫ জন জনপ্রিয় শিল্পীর কণ্ঠে দেড়শোরও বেশি গান হিসেবে প্রকাশিত হয়েছে।

তার লেখা গানগুলোর মোট ইউটিউব ভিউ সংখ্যা প্রায় ১২ কোটিতে পৌঁছেছে।

এছাড়া, বিডি২৯ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে তার গানের ভিউ দ্রুত বাড়ছে, যার সাবস্ক্রাইবার সংখ্যা ৫ লাখেরও বেশি।

জসিম উদ্দিন আকাশ বলেন, “আমি একজন রেমিট্যান্স যোদ্ধা এবং মধ্যপ্রাচ্যের প্রবাসীদের মধ্যে এমন রেকর্ড অন্য কেউ করেনি। অল্প সময়ের মধ্যেই দেশি-বিদেশি ৬৫ জন শিল্পী আমার লেখা গান গেয়েছেন।

কাতারে প্রায় ৪ লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী রয়েছেন, তাদের সবার দোয়া ও ভালোবাসা চাই। সবার সমর্থনে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই।”

আকাশের লেখা আরও বেশ কিছু নতুন গান প্রকাশের অপেক্ষায় রয়েছে, যা তার গীতিকার হিসেবে সাফল্যের পথকে আরও সুগম করবে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০