দীর্ঘ দুই মাসের বিরতি শেষে মাঠে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন লিওনেল মেসি। কোপা আমেরিকার ফাইনালে গোড়ালির ইনজুরিতে পড়ার পর রোববার (১৫ সেপ্টেম্বর) ফিলাডেলফিয়ার বিপক্ষে এমএলএসের ম্যাচ দিয়ে মাঠে ফিরেই জোড়া গোল করলেন আর্জেন্টাইন সুপারস্টার।
ম্যাচের শুরুতেই ফিলাডেলফিয়া ইউনিয়ন ২ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায়। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ চললেও ২৫ মিনিট পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি।
তবে ২৬ মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে মেসি ইন্টার মায়ামিকে সমতায় ফেরান। এরপর মাত্র ৪ মিনিটের ব্যবধানে জর্দি আলবার পাসে দ্বিতীয় গোল করে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন মেসি।
প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের চেষ্টা করলেও কেউ সফল হয়নি। তবে মেসি, সুয়ারেজ ও বুসকেটস হলুদ কার্ড দেখেছেন।
ম্যাচের শেষ মুহূর্তে যোগ করা সময়ে মেসির পাস থেকে লুইস সুয়ারেজ তৃতীয় গোলটি করে ম্যাচে মায়ামির জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ইন্টার মায়ামি ৩-১ ব্যবধানে জয় তুলে নেয়।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :