সর্বশেষ :

আলম আরা মিনুর কণ্ঠে নতুন গান “মন করেছি চুরি”


বিনোদন প্রতিবেদক
সেপ্টেম্বর ১৫, ২০২৪ । ৫:৪৯ অপরাহ্ণ
আলম আরা মিনুর কণ্ঠে নতুন গান “মন করেছি চুরি”

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আলম আরা মিনু নতুন গান “মন করেছি চুরি”-তে কণ্ঠ দিয়েছেন। গানটির গীতিকার বিনোদন সাংবাদিক আশিক বন্ধু।

রোববার (৮ সেপ্টেম্বর) মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়, যা নির্মাতা কায়সার আহমেদের নতুন নাটকের জন্য ব্যবহৃত হবে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন চঞ্চল।

গানটি সম্পর্কে আলম আরা মিনু বলেন, “এটি খুবই সুন্দর ও রোমান্টিক একটি প্রেমের গান। অল্প কথায় চমৎকারভাবে সাজানো হয়েছে। আশিক বন্ধুর লেখা আগেও গেয়েছি, এবার নাটকের জন্য গান গেয়ে ভীষণ আনন্দিত।”

এর আগে আশিক বন্ধুর কথায় তিনি প্রথমবার চট্টগ্রামের আঞ্চলিক গান গেয়েছিলেন। কায়সার আহমেদের নাটকের জন্য প্রথমবার গান করার অভিজ্ঞতা বিশেষ আনন্দের বলে জানান তিনি।

দীর্ঘদিন পর নাটকের গানে ফিরে আসার পর, তিনি নাটক, সিনেমা এবং অডিও সব মাধ্যমে আরও বেশি গান করার আশা প্রকাশ করেছেন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০