সর্বশেষ :

আবারও মাঠে ফিরতে পারে আফ্রো-এশিয়া কাপ, এক দলে সাকিব-বাবর-কোহলিরা


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৪ । ৩:২৫ অপরাহ্ণ
আবারও মাঠে ফিরতে পারে আফ্রো-এশিয়া কাপ, এক দলে সাকিব-বাবর-কোহলিরা
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে আবারও উঁকি দিচ্ছে আফ্রো-এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা। সর্বশেষ ২০০৭ সালে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় এশিয়া ও আফ্রিকার ক্রিকেটাররা একে অপরের বিরুদ্ধে লড়েছিলেন।

এবারও যদি আফ্রো-এশিয়া কাপ আয়োজিত হয়, তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের তারকা ক্রিকেটারদের এক দলে দেখা যেতে পারে। এতে সাকিব আল হাসান, বিরাট কোহলি, বাবর আজম একসঙ্গে খেলবেন এমনটাই সম্ভাবনা।

সম্প্রতি ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আইসিসির সহযোগিতায় আফ্রো-এশিয়া কাপ পুনরায় আয়োজনের পরিকল্পনা চলছে।

অক্টোবর মাসে আইসিসির সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিসিসিআইয়ের বর্তমান সচিব জয় শাহ, এবং এসিসির প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে আছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। এই দুই উচ্চপদস্থ ব্যক্তির সম্পৃক্ততা আফ্রো-এশিয়া কাপের সম্ভাবনাকে আরও জোরালো করছে।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, দুই বছর আগেই এই টুর্নামেন্ট পুনরুজ্জীবনের আলোচনা শুরু হয়েছিল। জয় শাহ এই কাপকে দ্বিবার্ষিক টুর্নামেন্টে রূপ দেওয়ার ধারণা পোষণ করেছিলেন। আইসিসির অভিজ্ঞ কর্মকর্তা এবং বতসোয়ানা ক্রিকেটের প্রধান সুমোদ দামোদারও এই টুর্নামেন্ট পুনরায় আয়োজনের পক্ষে কাজ করছেন।

২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন ও ডারবানে এবং ২০০৭ সালে ভারতের বেঙ্গালুরু ও চেন্নাইয়ে আয়োজিত হওয়া এই টুর্নামেন্টে একসঙ্গে খেলতে দেখা গিয়েছিল ক্রিকেট কিংবদন্তি ইনজামাম-উল হক, কুমার সাঙ্গাকারা, বীরেন্দর শেবাগ, সৌরভ গাঙ্গুলি, শহিদ আফ্রিদি, মাহেন্দ্র সিং ধোনি, এবং মাশরাফি বিন মুর্তজাদের। দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা এই টুর্নামেন্ট আবার মাঠে ফিরলে তা ক্রিকেটপ্রেমীদের জন্য এক নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০